ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ রাতভর (২৬ মে শনিবার) অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ী ও এক চোরকে আটক করেছে।আটককৃতদের মধ্যে এক নারী মাদক ব্যবসায়ীও রয়েছে।
আটককৃতরা হলো, পপি বেগম (২৮),আলী আকবর (৪৫), ইমরান (১৯), রতন মিয়া (৩০), মামুন মিয়া (২৫), আব্দুল মান্নান (৪৬) ও আব্দুর রশিদ (৪৫)।
পুলিশ জানায়, আটককৃত আব্দুল মান্নান আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, আব্দুর রশিদরে নামে রয়েছে ৫টি মাদক মামলা,পপি ইয়াবা ব্যবসায়ী। আলী আকবর পুলিশের তালিকাভূক্ত মাদক মামলার আসামী ও মামুন মিয়া চিহ্নিত চোর।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার বলেন, আটককৃতদের নামে একাধিক মামলা রয়েছে। প্রত্যেক এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অচিরেই সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক বিরোধী অভিযানে সবার সহযোগিতা কামনা করেন।
সম্প্রতি সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ধরতে প্রতিটি এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে। ইতিমধেই একজন মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় এলাকার অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঢাকা দিয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com