আখাউড়ায় মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা করেছে উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা, লেডিস ক্লাব ও জাগরনি সংঘের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী।
প্রস্তুতি সভার সীদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনসহ স্থানীয় নারী ও শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করবে উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা। সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও থাকবে ক্রীড়া প্রতিযোগীতা।
এই প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছাড়াও প্রত্যেক নারীদেরকে শান্তনা পুরস্কার দেয়া হবে। স্বাধীনতা দিবসে নারীদের ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহন করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে শবনম মোস্তারী মৌসুমী।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া সাব-রেজিস্ট্রার তাজনুভা জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএমের স্ত্রী ফারহানা সামাদ, তারাগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, শিক্ষক জান্নাতুল ফেরদৌসী ও কাজী স্বপ্না সিফাত প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com