আখাউড়ায় ৮ম শ্রেনী পড়ুয়া এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় মনির খান (৩০) নামে এক যুবককে থানায় সোপর্দ করেছে স্থানীয় লোকজন । আজ সোমবার সন্ধ্যায় পৌরসভার বড় বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে কলোনীর আবুল বাশার ওরফে বাঙ্গালী টিটির পুত্র মনির খান আখাউড়া বড়বাজারস্থ ৮ম শ্রেণী পড়ুয়া নাবালিকাকে তার মা বাবার অনুপস্থিতিতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে সুর চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে এসে নাবালিকাকে উদ্ধার করে এবং মনির খানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, নাবালিকার মা বাদী হয়ে অভিযুক্ত মনির খানের বিরুদ্ধে আখাউড়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা দিয়েছে। মঙ্গলবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজাতে প্রেরণ করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com