নুরুন্নবী ভুইয়া:
আখাউড়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছেন রুমানা আক্তার। তিনি ঢাকা কাষ্টমসের সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। আজ সোমবার সকাল ১০টায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
শুরুতে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে দায়িত্বভার বুঝিয়ে দেন। নবাগত ইউএনও ৩৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।
তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে তার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com