সোমবার রাতে আখাউড়া হীরাপুর গ্রামে জোনাকী আক্তার (১৮) নামে এক নববধুর লাশ উদ্ধার হয়েছে।
জানাগেছে, সোমবার সন্ধ্যা রাতে আখাউড়া দক্ষিন ইউনিয়নের হীরাপুর গ্রামের ডা: মজনু মিয়ার ছেলে প্রবাসী কাজী পলাশের স্ত্রী জোনাকী আক্তারের লাশ সিলিং ফ্যানের সাথে জুলন্ত অবস্থায় ছিল । খরব পেয়ে আখাউড়া থানা পুলিশ জোনাকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠায়।
পরিবারের লোকজন জানায়, গত মাসখানেক আগে তাদের বিয়ে হয় এই গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় এলাকায় জোনাকীর বাবার বাড়ী। স্বামীর বাড়ির লোকজন জোনাকীর ব্যাপারে কিছুই জানেনা বলে জানিয়েছে।
এ ব্যপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানায়, জোনাকীর লাশ মর্গে পাঠানো হয়েছে, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।.
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com