ব্রেকিং

x

আখাউড়ায় নবগঠিত মহিলা আওয়ামীলীগের পরিচিতি সভা হয়েছে

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | ৬:৫৭ অপরাহ্ণ

আখাউড়ায় নবগঠিত মহিলা আওয়ামীলীগের পরিচিতি সভা হয়েছে
শোভাযাত্রায় নবগঠিত আখাউড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা

আজ বুধবার নবগঠিত আখাউড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত আখাউড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আইনমন্ত্রীর ব্যক্তিগতসহকারী শফিকুল ইসলাম সোহাগসহ আওয়ামীলীগ নেতৃকৃন্দরা।


1


পরিচিতি সভায় প্রধান অতিথি অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া একটি সুশৃংখল রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। তাই আওয়ামীলীগের প্রতিটা নেতাকর্মীকে দলের আদর্শ হৃদয়ে ধারণ এবং লালন করতে হবে।

বিশেষ অতিথি উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল নবগঠিত উপজেলা মহিলা আওয়ামীলীগকে স্বাগত জানিয়ে বলেছেন, আখাউড়া উপজেলা মহিলা আওয়ামীলীগ যে ঐক্যবদ্ধ এই সভায় প্রমান হয়েছে। নতুন কমিটির মাধ্যমে মহিলা আওয়ামীলীগে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।

আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী  শফিকুল ইসলাম সোহাগ নবগঠিত উপজেলা মহিলা আওয়ামীলীগকে স্বাগত জানিয়ে বলেছেন, নবগঠিত উপজেলা মহিলা আওয়ামীলীগকে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা সমর্থন করায় মাননীয় আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীমহোদয়ের পরামর্শে ও সুপারিশে কমিটি অনুমোদন হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিতে একযোগে কাজ করতে হবে এই কমিটির নেতৃবৃন্দদের।

3

সভায় অতিথিরা নবগঠিত উপজেলা মহিলা আওয়ামীলীগের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা।

মহিলা আওয়ামীলীগের পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভুইয়া বাদল, ধরখার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও  আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল, পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান, আওয়ামীলীগ নেতা ও আখাউড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন, পৌরসভা কৃষকলীগের সভাপতি সার্জেন বজলুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, মো: কাউছার ভুইয়া, হাসান খান, জুয়েল রানা, মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রোকেয়া বেগম রুবি,  সাংগঠনিক সম্পাদক শায়লা আক্তার বীথি, মাহমুদা আক্তার রুবি, ভোলনা আক্তার প্রমুখ। পরিচিতি সভা পরিচালনা করেন পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নাছির উদ্দিন লিটন। পরিচিতি সভা শেষে নবগঠিত উপজেলা মহিলা আওয়ামীলীগ আখাউড়া পৌরশহরে একটি শোভাযাত্রা বের করে। পরিচিতির সভা শুরুর আগে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম মোল্লার নেতৃত্বে একটি মিছিল সভায় এসে যোগদান করে।

2

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!