আখাউড়ায় নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার দুপুরে প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য জানাগেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে, করোনা আক্রান্ত ৫ জনের বাড়ি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর, আখাউড়া পৌরসভার মসজিদপাড়া, খড়মপুর ও মনিয়ন্দ ইউনিয়নের টনকী গ্রামে। করোনায় আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরো জানা যায়, আখাউড়া উপজেলায় এ পর্যন্ত মোট ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ২০১ জন। মৃত্যুবরণ করেছেন ১০ জন। ১৫ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে বর্তমানে করোনা আক্রান্তের পরিমান বেড়ে যাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলম
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com