আখাউড়ায় নকল হ্যান্ডওয়াশ উদ্ধারসহ করোনা প্রতিরোধ আইন অমান্য করায় ৯ ব্যবসায়ি ও মটরসাইকেল আরোহীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বিকালে পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।
জানাগেছে, আজ বিকালে আখাউড়া মোগড়া বাজার, ধরখার বাসস্টেশন ও তন্তর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ধরখার ইউনিয়নের তন্তর বাজারে এক ব্যবসায়ির নিকট থেকে ৬২টি নকল হ্যান্ডওয়াশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত নকল হ্যান্ডওয়াশ তাৎক্ষণিক নষ্ট করে দেয়া হয়।
এছাড়া নকল হ্যান্ডওয়াশ রাখা দায়ের এক ব্যবসায়িসহ করোনা প্রতিরোধ আইন অমান্য করায় ৯ ব্যবসায়ি ও মটরসাইকেল আরোহীকে ভ্রাম্যমান আদালত ৯ হাজার ৭০০ টাকা জরিমানা করে। এর মধ্যে মোগড়া বাজার ৪জন, ধরখার বাস স্টেশনে ৩জন এবং তন্তর বাজারে ২জনকে জরিমানা করা হয়।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, করোনা প্রতিরোধ আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে।
তিনি আখাউড়াবাসীকে করোনা প্রতিরোধ আইন মেনে চলার আহবান জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com