ব্রেকিং

x

আখাউড়ায় ধান বিক্রির জন্য কৃষককে ফোন

রবিবার, ০৩ মে ২০২০ | ১১:৪৯ পূর্বাহ্ণ

আখাউড়ায় ধান বিক্রির জন্য কৃষককে ফোন

ধান বিক্রির জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কৃষকদেরকে ফোন করা হচ্ছে। গতকাল শনিবার লটারির মাধ্যমে বাছাইয়ের পর তাঁদের কাছে ফোন করা হয়।


উপজলার ৭৪০ জন কৃষকের প্রত্যেকের কাছ থেকে এক টন করে ধান কেনার কথা রয়েছে। প্রায় ১৩০০ কৃষক ধান বিক্রির জন্য নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে বাছাই করা হয় ৭৪০ জনকে।


খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দুপুরে কৃষক বাছাই উপলক্ষে লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া।

ইউএনও তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!