ব্রাহ্মণবাড়িয়া জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেছেন ভারতীয় মিত্র বাহিনীর একটি দল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া মিত্র বাহিনীর ওই দলটি আজ বুধবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল (অব.) জোশে মালাবালান। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মিত্র বাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশে এলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জামানসহ আখাউড়ার সাংবাদিক সমাজ ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
ভারতীয় মিত্র বাহিনীর প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন ১৯৭১ সালের মিত্র বাহিনীর প্রধান নিপেন্দ্র নাথ দাসের স্ত্রী মিসেস শশী, বিগ্রেডিয়ার অব: প্রবীন কাপুড়, কর্নেল (অব:) আরপি গ্রোবার, কর্নেল এ চেটার্জি, জেনারেল শাহ কর্নেল নায়েক প্রমুখ।
আখাউড়া স্থলবন্দরে মিত্র বাহিনীর প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানানোর সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের চিফ রিপোর্টার পার্থ সারথী দাস, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, কালের কন্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নুরুন্নবী ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাখাওয়াত হোসেন খান স্বাধীন, যুবলীগ নেতা হেলাল চৌধুরী প্রমুখ।
দুপুরে ভারতীয় মিত্র বাহিনীর প্রতিনিধিদলটি ব্রাহ্মণবাড়িয়া শহরের গর্ভমেন্ট মডেল গার্লস হাইস্কুল পরির্দশন করেন।
এসময় তারা স্কুলের মিনারের সামনে দাড়িয়ে মুক্তিযোদ্ধে তাদের স্মৃতিচারণ করেন। প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া সদস উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। পরে মিত্র বাহিনীর প্রতিনিধি দলটি আশুগঞ্জের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করে। সেখানেও স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেন। সন্ধ্যায় প্রতিনিধিদলটিকে ঢাকায় সংবর্ধনা দেয়া হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com