ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের নারায়নপুর মোড়ে দুটি মোটর সাইকেলের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত মো: জুয়েল চৌধুরী (৪২) শ্রম মন্ত্রনালয়ের সহকারী পরিচালক। তিনি আখাউড়া পৌর শহরের তারাগন গ্রামের মো মুস্তফা চৌধুরীর বড় ছেলে। আহতরা হলেন প্রান্ত (১৮), নাইম মিয়া (১৮), মো সেলিম মিয়া (৩০) ।
প্রত্যক্ষদর্শীরা জানান- সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরবাইক নিয়ে আখাউড়া থেকে বাড়ী ফিরছিলেন জুয়েল। তার মোটর বাইকটি আখাউড়া-আগরতলা মুলসড়ক থেকে তারাগন ব্রিজে উঠার মুখে পূর্ব দিক থেকে ৩ জন আরোহীর আরেকটি দ্রুতগতির বাইক এলে মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাইকে । এতে উভয় বাইকের ৪জন গুরুতর আহত হন। আহত জুয়েল চৌধুরীকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com