প্রায় দুই যুগ বন্ধ থাকার পর পুনরায় আখাউড়া উপজেলায় পাবলিক লাইব্রেরী চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। নতুন করে পাবলিক লাইব্রেরীর ভবন তৈরীর জন্য আজ রোববার দীর্ঘদিনের ভাঙ্গাচুরা জরাজীর্ণ ঘরের জায়গায় মাটি পরীক্ষা (সয়েল চেষ্ট) শুরু হয়েছে।
সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান মাটি পরীক্ষা কাজ পরির্দশনের সময় এই তথ্য দিয়েছেন।
তিনি আরো জানান, লাইব্রেরী ঘরের নাজুক পরিস্থিতিসহ নানা কারণে দীর্ঘদিন লাইব্রেরী বন্ধ ছিল কিন্তু বর্তমানে স্থানীদের জ্ঞান চর্চার কথা চিন্তা করে প্রশাসন লাইব্রেরীটি নতুন করে চালুর উদ্যোগ নিয়েছে। লাইব্রেরী ভবন তৈরীর জন্য প্রাথমিক কাজের আওতায় সয়েল টেষ্ট শুরু হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে গণ-মানুষ জ্ঞান চর্চা করতে পারবেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান আখাউড়া পৌর ভূমি অফিসের নির্মানাধীন ভবন ঘুরে দেখেন এবং ভবন নির্মান কাজের বিভিন্ন খোজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া সদর ইউনিয়ন ভূমি অফিসার রফিকুল ইসলাম পলাশ ও আখাউড়া দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসার জাকির হোসেন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com