গত দুইদিনে আখাউড়ায় মৌসুমী আক্তার (২৫) ও বেগমা খাতুন (৩০) নামে দুই মহিলাসহ চার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
আখাউড়া থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। গতকাল সোমবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আখাউড়া নুরপুর গ্রামের আমিন মিয়ার স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও একই গ্রামের আলী আকবর মোল্লার পুত্র কবির মোল্লা (৩৫)কে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ২৫ পিস ইয়াবাসহ একই গ্রামের অলি চান মিয়ার পুত্র জিলু মিয়া ওরফে ইলু (৩৬) ও তার স্ত্রী বেগমা খাতুন (৩০)কে পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পৃথক ভাবে মাদক মামলা হয়েছে থানায়। এই মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com