আখাউড়ায় ভিক্ষুক পুনর্বাসনের আওতায় দুইজন প্রতিবন্ধী ভিক্ষুক পরিবারকে বাছুরসহ গাভী দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষকদের হাতে গাভী ও বাছুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কামাল বাশার, সহকারী কৃষি অফিসার বিল্লাল হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, আজ রোববার আমেনা বেগম ও শাহানা বেগম নামে দুইজন অন্ধ প্রতিবন্ধী ভিক্ষুক পরিবারকে দুইটি বাছুর ও দুইটি গাভী দেয়া হয়েছে। তাদের বাড়ি আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায়। এছাড়া দুইজন ভিক্ষুককে দোকান ঘর (টঙ্গ) করে দেয়া হবে এবং একজনকে ব্যবসার জন্য ভ্যানগাড়ি কিনে দেয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, যাদের গাভী দেয়া হয়েছে এবং যারা দোকান ও ব্যবসায় সহায়তা নিচ্ছে তারা আর কখনো ভিক্ষা করবে না।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com