গতকাল মঙ্গলবার দুপুরে আখাউড়ায় বাড়ির সীমানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ৪ মহিলা আহত হয়েছে। আহতদের আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আখাউড়া মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামে এই ঘটনা ঘটে।
জানাগেছে, জাঙ্গাল গ্রামের আব্দুস সামাদ ও ফালু মিয়ার মধ্যে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় ভাবে বিষয়টি মিমাংশা করে মাপঝোক করার প্রক্রিয়া শুরু হলে গতকাল দুপুরে ফালু মিয়ার পরিবার বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে আহতরা হল জাঙ্গাল গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী দুবরাজের নেছা (৭৫), বাসু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪৫), সামাদ মিয়ার স্ত্রী নুজাহান বেগম (৫০) ও লোকমান মিয়ার স্ত্রী কাজল বেগম (৪০)। আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানায়, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। চুষন মিয়া নামে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com