আখাউড়ায় দুইদিন ব্যাপী মৎস্য চাষের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার বিভিন্ন স্থানের মৎস্য চাষীরা অংশগ্রহন করে।
আজ বৃহস্পতিবার প্রশিক্ষণের শেষদিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: রেজাউল করিম মানিক, ক্ষেত্র সহকারী ঝুমন দাস প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানায়, স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরডি ও এফএফদের কার্প নার্সারী, কার্প মিশ্র চাষ ও পাংগাস মাছ চাষের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com