ব্রেকিং

x

আখাউড়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

বৃহস্পতিবার, ০৯ মে ২০১৯ | ২:০৪ অপরাহ্ণ

আখাউড়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ বৃহস্প্রতিবার সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন।


৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এ,কে, এম শরীফুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন সফিক, আখাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, অধ্যাপক আমজাত হোসেন প্রমুখ।


উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেছেন. বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে। দেশকে এগিয়ে নিতে পারে।

তিনি আরো বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নয়ন হচ্ছে। মানুষ বিজ্ঞানমুখী হয়ে উঠছে।

পরে উদ্বোধনী সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত অতিথিবৃন্দরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।

উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের স্টলে উদ্ভাবনী নানা প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রদর্শন করছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!