আজ মঙ্গলবার দিনব্যাপী আখাউড়ায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা হয়েছে।
সরকারের উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রীর ১০টি ব্রান্ডিং বিষয় স্থানীয় জনগনকে অবহিতকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বর থেকে কয়েক হাজার মানুষের একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আখাউড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসনসহ সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরাসহ সর্বস্তরের মানুষ এই র্যালীতে অংশগ্রহন করে। পড়ে সকাল ১০টায় দিনব্যাপী মেলার উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী, উপজেলা সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ প্রমুখ। মেলায় প্রধানমন্ত্রীর ১০টি ব্রান্ডিং বিষয় নিয়ে ১০টি স্টল ছিল। পরে সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com