আখাউড়ায় দরিদ্র রাসু বেগমকে চিকিৎসার জন্য অর্থ দিয়ে সহযোগীতা করেছেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সগঠন। আজ রোববার বিকালে চোখের চিকিৎসা ব্যায় বহনের জন্য রাসুর হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন এই সংগঠনের নেতারা।
জানাগেছে, রাসু বেগম ছোট কুড়িপাইকা গ্রামের ইরন ভূইয়ার স্ত্রী, তিনি দীর্ঘ দিন ধরে চক্ষু রোগে ভূগছিলেন, হতদরিদ্র এ পরিবারের আয় সক্ষম কেউ না থাকায় জিবিকা নির্বাহ করতে হিমশিম খেতে হয় তার উপর আবার চোখের রোগ, এমতাবস্তায় খবর পান “আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের” প্রচার সম্পাদক সৌদী আরব প্রবাসী আবু সাঈদ ভূইয়া এর পর রাসু বেগমের চিকিৎসার জন্য প্রস্তাব রাখেন তার সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও উপদেষ্ঠা মন্ডলীদের কাছে পরে প্রস্তাবটি অনুমোদন হলে আজ বিকেলে রাসু বেগমের হাতে তার চোখের অপারেশনের জন্য নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন সংঘের একটি টিম।
এসময় সংঘের সেচ্ছাসেবী সহ উপদেষ্ঠা, সভাপতি, ও অন্যান্যরা উপস্থিত ছিলেন
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com