আখাউড়ায় অগ্নিকান্ডে অসহায় দরিদ্র পরিবারের এক দোকান ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। সোমবার দিবাগত রাত ১টায় আখাউড়া মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতের আধারে কেউ দোকান ঘরটি পুড়িয়ে দিয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক রূপ মিয়ার অভিযোগ।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত অনুমান ১টায় আখাউড়া-মোগড়া সড়কের পাশে নয়াদিল গ্রামের রূপ মিয়ার একটি দোকান ঘর পুড়ে ধ্বংস হয়ে যায়। স্থানীয় আগুনে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুর্হুতে পুড়ে ভষ্মিভুত হয়ে যায় তার দোকান ঘর।
রূপ মিয়া (৬০) জানায়, তার পরিবারের একমাত্র সম্বল দোকান ঘরটি। এই দোকানের আয় দিয়েই তার ৭জনের সংসার চলতো। রাতের আধারে কে বা কাহারা তার দোকানটি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com