ব্রেকিং

x

আখাউড়ায় দরিদ্র কৃষকদের ধান কাটার কাজ অব্যহত রেখেছে যুবলীগ

সোমবার, ০৪ মে ২০২০ | ১:০১ অপরাহ্ণ

আখাউড়ায় দরিদ্র কৃষকদের ধান কাটার কাজ অব্যহত রেখেছে যুবলীগ

আখাউড়ায় দরিদ্র কৃষকদের ধান কাটার কাজ অব্যহত রেখেছে যুবলীগ। আজ সোমবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর গ্রামের দরিদ্র কৃষক  ফজলুল হক ও খায়ের মিয়ার ধান কেটে দিয়েছে যুবলীগ নেতাকর্মীরা। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌরসভা যুবলীগের সভাপতি মনির খানসহ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নিচ্ছেন।



আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল ও পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান জানান,  আমাদের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক নির্দেশনা অনুযায়ী আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজলের পরামর্শে যুবলীগ নেতা-কর্মীরা অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে বাড়িতে দিয়ে আসছে। গত দুইদিন ধরে ধানা কাটার কাজে নিয়োজিত রয়েছে যুবলীগ।

তারা আরো জানান, আজ সাহেবনগর গ্রামের দরিদ্র কৃষক ফজলুল হকের ৩০ শতক  ও খায়ের মিয়ার ৩৭ শতক ভুমির ধান কেটে বাড়িতে দিয়ে এসেছে যুবলীগ। যুবলীগ দরিদ্র কৃষকদের ধান কাটার কাজ অব্যহত রাখবে বলেও তারা জানিয়েছেন।

ধান কাটার কাজে অংশগ্রহন করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া, সাধারন সম্পাদক শাহনোয়াজ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক দুলাল মেম্বার, যুবলীগ নেতা ফোরকান উদ্দিন ভুইয়া প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!