আখাউড়ায় ৭০ স্বল্প আয়ের কর্মহীন পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১১ ব্যাচের শিক্ষার্থীরা। আজ মঙ্গবার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে সংকটে থাকা পরিবারগুলোর মধ্যে এই ঈদ খাদ্য সামগ্রী দেয়া হয়।
সৌদিআরব প্রবাসী মো: আবু সায়েদ ভুইয়া জানায়, ৭০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌছে দেয়া হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই উদ্যোগ। ঈদের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই, দুধ, চিনি, নারিকেল, কিসমিস, মেগি নুডলস, আটা, লবন, ডেটল সাবান ও ওয়াশিং পাউডার।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com