আখাউড়ায় মো: শামীম মিয়া (২৭), কামরুল হাসান রানা (২২) ও সিফাত মিয়া (১৯) নামে তিন মোবাইল চোর গ্রেফতার হয়েছে। গতকাল সোমবার বিকালে খড়মপুর মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই তাজুল ইসলামসহ একদল পুলিশ খড়মপুর মাজার এলাকায় অভিযান চালায়। এসময় চুরির মোবাইল দোকানে বিক্রয়ের সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শামীম মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার পাইকাপন গ্রামের আনোয়ার হোসেনের পুত্র, কামরুল হাসান আখাউড়া চানপুর গ্রামের আশিক মিয়ার পুত্র এবং সিফাত দুর্গাপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র।
এ ব্যাপারে আখাউড়া থানার অফির্সার ইনচার্জ রসুল আহমদ নিজামী বলেছেন, মোবাইল চুরি করে পুলিশের হাত থেকে আর কেউ বাচতে পারবে না।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com