আজ বৃহস্প্রতিবার বিকালে আখাউড়া উপজেলা শিল্পকলা একাডেমিতে তিনদিন ব্যাপী বিশেষ নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
ভারত ত্রিপুরারাজ্যের শচীন দেববর্মন সরকারী সঙ্গীত কলেজের অধ্যাপক সংহিতা ঘোষ এই কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন।
আজ বিকাল ৩টায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি এ.কে.এম শরীফুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরীন সফিক আলেয়া, ভারত ত্রিপুরারাজ্য সরকারের শিক্ষক সুহাশীষ সাহা, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও শিল্পকলা একাডেমির আজীবন সদস্য নুরুন্নবী ভুইয়া, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও শিল্পকলার আজীবন সদস্য মো: সাইফুল ইসলাম, সদস্য অধ্যাপক কামাল উদ্দিন, শিক্ষক পরিমল বনিক, দ্বিলীপ কুমার দেবনাথ, স্বপ্না সিফাত, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ, উপজেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য সাংবাদিক বাদল আহাম্মদ খান, ময়নাল হক ভুইয়া, ভারতের সিনিয়র নৃত্য শিল্পী বিপাশা ঘোষ প্রমুখ।
উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই বিশেষ নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির ২৫জন শিক্ষার্থী অংশগ্রহন করছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com