আজ শনিবার বিকালে আখাউড়ায় তিনদিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। বিকাল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার সমাপ্তী ঘোষণা করা হয়।
এবার তিনব্যাপী উন্নয়ন মেলায় মোট ৪১টি স্টল ছিল। আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি মহোদয়ের স্টলকে উন্নয়ন মেলার সেরা স্টল হিসাবে ঘোষণা করা হয়। পরে প্রথম পুরস্কার পায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস, দ্বিতীয় পুরস্কার পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিস ও তৃতীয় পুরস্কার পেয়েছে আখাউড়া পৌরসভা।
আজ শনিবার বিকাল ৫টায় মেলার সমাপ্তী ঘোষনার সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পল্লী বিদ্যুৎ সতিমির ডিজিএম আহাম্মদ আল জাবের, দেবগ্রাম পাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com