আজ বৃহস্প্রতিবার সকালে আখাউড়ায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন হয়েছে। আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জেসমিন সুলতানা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, আখাউড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের প্রমুখ।
এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় আখাউড়ায় বর্ণাঢ্য আনন্দ র্যালী হয়। আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে আখাউড়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে হাজারো মানুষের সমাগম ঘটে।
র্যালীতে উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, প্রত্যাশী অটিস্টিক স্কুল ও সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারী বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো মানুষ আজ এই আনন্দ র্যালী অংশগ্রহন করে।
খোজ নেয়ার সময় দেখাগেছে, এবার উন্নয়ন মেলায় অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। সরকারী বেসরকারী অনেক প্রতিষ্ঠান এবার মেলায় স্টল দিয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com