আখাউড়ায় তিতাস নদী থেকে রাব্বি (১০) নামে নিখোঁজ এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১টায় আখাউড়া পুরাতন রেলস্টেশনের পিছনে তিতাসনদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত ২০ জুন বুধবার তিতাস নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাব্বি। আখাউড়া রাধানগর গ্রামের ইফতেখার হোসেন ওরফে উজ্জ্বল মিয়ার পুত্র এই রাব্বি।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন বলেন, গত ২০ জুন আখাউড়া তিতাস নদীর ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নামে রাব্বি। পরে আর তাকে খোজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি। পরে আজ শুক্রবার দুপুরে স্থানীয়রা আখাউড়া রেলজংশনের পুরাতন স্টেশনের পিছনে রফিক মিয়ার বাড়ির কাছে তিতাস নদীতে রাব্বির লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে শিশু রাব্বির মৃত্যুতে তার রাধানগরস্থ বাড়িতে শোকের মাতম চলছে। কান্নার রোল পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com