ব্রেকিং

x

আখাউড়ায় তিতাস নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ | ৭:৩০ অপরাহ্ণ

আখাউড়ায় তিতাস নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
আখাউড়ায় তিতাস নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

আখাউড়ায় তিতাস নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল মঙ্গলবার বিকেলে তিতাস নদীতে ডুবে আরিফুল হক রিমন নামে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রের সলিল সমাধি হয়েছে। রিমন বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌর এলাকার রেলওয়ে কুমারপাড়া কলোনীর আমিনুল হকের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে কয়েক বন্ধু মিলে তিতাস রেলওয়ে ব্রিজের কাছে গোসল করতে যায়। এর মধ্যে সাঁতার জানতো না। সাঁতার শেখার জন্য সে একটি ফুটবল নিয়ে নামেন। এ পর্যায়ে রিমন তলিয়ে যায়। আখাউড়া ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় রিমনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!