আখাউড়ায় ডাকাতির ঘটনায় ফারুক মিয়া (২৮), আল আমীন (২৫), বিল্লাল মিয়া (২৮) ও দীন ইসলাম (২৭) নামে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রিমান্ডে এনে জিগ্গাসাবাদের জন্য আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হল আখাউড়া মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের আব্দুল হকের পুত্র আল আমীন (২৫), ভুট্টু মিয়ার পুত্র দীন ইসলাম (২৭), খলাপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র ফারুক মিয়া (২৮) ও কুসুম বাড়ি গ্রামের ফারাজ মিয়ার পুত্র বিল্লাল মিয়া (২৮)
মামলার তদন্তকারী কর্মকর্তা আখাউড়া থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতরা সন্দেহজনক।
উল্লেখ্য গত শুক্রবার দিবাগত মধ্যরাতে আখাউড়া খলাপাড়া গ্রামের আবু তাহের ও নাজির মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল আবু তাহের, নাজির মিয়া ও তার স্ত্রী শাহানা বেগম কুপিয়ে গুরুত্বর আহত করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com