ব্রেকিং

x

আখাউড়ায় টিভি সাংবাদিকদের মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯ | ২:৩৫ অপরাহ্ণ

আখাউড়ায় টিভি সাংবাদিকদের মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

আজ মঙ্গলবার সকালে আখাউড়ায় মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মাদকের বিরুদ্ধে এই জনসচেতনতামূলক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ প্রশাসনের লোকজন অংশগ্রহন করে।


আজ সকালে মাদক বিরোধী র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে আখউড়া শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে এসে শেষ হয়। পরে থানার সামনে আলোচনা সভা হয়।


আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নুরুন্নবী ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালীও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহাম্মদ নিজামী, পল্লী বিদ্যুতের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মৌসুমী আক্তার, মাহতাব মিয়া, আব্দুল হাই, সেকর মিয়া, জান্নাতুল ফেদৌস, মনির হোসেন.  সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাদল আহাম্মদ খান, আওয়ামীলীগ নেতা সার্জেন বজলুর রহমান, সাংবাদিক নাসির উদ্দিন, হান্নান খাদেম, মোশারফ হোসেন কবির, ময়নাল হক ভুইয়া, জহিরুল ইসলাম সাগর, মুক্তিযুদ্ধা সন্তান কমিটির পৌর কমিটির সভাপতি শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি যুবরাজ শাহ রাসেল, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির নেতা আবুল বাশার প্রমুখ।

আলোচনা সভায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, এখন থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ হবে। ৪০ ও ৪১ ধারা প্রয়োগের মাধ্যমে মাদকের পিছনের শক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। মাদক নির্মুল হওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ অব্যহত থাকবে। উত্তর ইউনিয়ন, দক্ষিন ইউনিয়ন, বাউতলা ও মনিয়ন্ধ মাদকের গডফাদার আছে তাদেরকে বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।

পরে তিনি মাদকের বিরুদ্ধে আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!