আখাউড়ায় ঝড়ো হাওয়ায় কিছু ঘরবাড়িসহ গাছপালা ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষাতি হয়েছে। আজ শনিবার সকালের ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে রাস্তায় গাছ ভেঙ্গে পড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
খোজ নেয়ার সময় সাংবাদিক দ্বীন ইসলাম খান জানায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর, কুড়িপাইকা, লামার বাড়িসহ সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে ফলন্ত কাঠাল ও আম গাছসহ বিভিন্ন জাতের শত শত গাছপালা ভেঙ্গে পড়েছে। হীরাপুর এলাকায় রাস্তায় গাছ ভেঙ্গে পড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। কয়েকটি কাচাঘর বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে মনিয়ন্দ গ্রামের রিয়াদ চৌধুরী জানায়, আখাউড়া মনিয়ন্ধ ইউনিয়নের মনিয়ন্দ-কর্ণেল বাজার সড়কে ঝড়ো হাওয়ায় বিশাল একটি গাছ রাস্তাসহ ভেঙ্গে পড়েছে। এতে তুলাইশিমুল, কর্ণেল বাজারসহ কয়েক গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তিনি আরো জানান, এছাড়া ইউনিয়নের বিভিন্ন সীমান্তবর্তী গ্রামগুলোর অনেক ফলন্ত গাছ ভেঙ্গে পড়েছে। কয়েকটি কাচা ঘরবাড়িও ঝড়ো হাওয়ায় দুমচে মুচড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো: কামাল ভুইয়া জানান, সম্প্রতি ঝড়ে তার ইউনিয়নের ৯টি ঘরসহ শত শত গাছপালা পড়েছে। আজ শনিবারে ঝড়ো হাওয়ায় আরো অনেক গাছা দুমড়ে মুচড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঠাল, আম, লিচুসহ বিভিন্ন জাতের ফলসহ গাছ ভেঙ্গে পড়েছে।
আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন জানায়, ঝড়ো হাওয়ায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। কাঠাল আর লিচু বাগানসহ বিভিন্ন প্রজাতির ফলগাছ ভেঙ্গে পড়েছে, রাস্তাঘাটের মাটি সরে গেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com