আখাউড়ায় জেএসসি ও পিইসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় আখাউড়া ধলেশ্বর রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার ও আকছির চৌধুরী চ্যারিটি স্কুল এই সংবর্ধনা দিয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের বার্তা সম্পাদক কবি শাহনাজ মুন্নী, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সরকার আমীন, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.শোয়াইব জিবরান, অধ্যাপক ড. জেসমিন সুলতানা, কথাশিল্পি সাদিয়া মাহজাবিন ইমাম, স্বকৃত নোমান, মোজাফ্ফর হোসেন, কবি ফেরদৌস মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দ্বীপক চৌধুরী বাপ্পি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী উজ্জল ইসলাম।
শুরুতেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি কবি শাহনাজ মুন্নী। সংবর্ধিত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি আকছির এম চৌধুরী। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ।
আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নূরুন্নবী ভূইয়া ও সাধারন সম্পাদক মো:সাইফুল ইসলামকে শুভেচ্ছা উপহার হিসাবে বই প্রধান করা হয়।
এসময় অন্যদের মধ্যে ছিলেন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, দৈনিক দেশ রুপান্তরের আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com