ব্রেকিং

x

আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বুধবার, ১৭ জুলাই ২০১৯ | ৪:২২ অপরাহ্ণ

আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ বুধবার আখাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে।


আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।


উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজিত সভায় আখাউড়া মৎস্য বিভাগের বর্তমান অবস্থা ও উল্লেখ্যযোগ্য কার্যক্রমসহ সপ্তাহের কর্মসূচী ঘোষণা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।

কর্মসুচী অনুযায়ী জাতীয় মৎস্য সপ্তাহের আগামীকাল দ্বিতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও র‌্যালি হবে। একই দিন উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। পর্যায়ক্রমে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতিসহ স্কুল কলেজ, হাটবাজারে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুছ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফসানা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ, আনসার বিডিবি কর্মকর্তা মো: আরাফাত হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কামাল বাশার, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়া, সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, সাংবাদিক কাজী হান্নান খাদেম, কাজী মফিকুল ইসলাম সুহিন, মোশারফ হোসেন কবির প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!