জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে আখাউড়ায় আনন্দ র্যালী হয়েছে। আখাউড়া প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে এই র্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রর্যালীটি আখাউড়া উপজেলা পরিষদ কার্যলয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বিল্লাল, আওয়ামীলীগ নেতা আবু কাউছার ভুইয়া, প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com