আখাউড়ায় জাতিরজনকের জন্মদিন পালন করলেন বুদ্ধি প্রতিবন্ধীদের বিদ্যালয় প্রত্যাশী
রবিবার, ১৮ মার্চ ২০১৮ |
৬:৫৫ অপরাহ্ণ
জাতিরজনকের জন্মদিন পালন করলেন বুদ্ধি প্রতিবন্ধীদের বিদ্যালয় প্রত্যাশী
জাতিরজনক বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন পালন করলেন আখাউড়া প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। এ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনা করা হয়। আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি ছিলেন, কসবা টি আলী কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন এন এস কবির পলাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা আবু কাউছার ভূইয়া, প্রত্যাশীর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান বিল্লাল, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক ও যুবলীগ নেতা মোক্তার হোসেন ফয়সাল। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী শাফিয়া খাতুন স্বপ্না, প্রত্যাশীর সহ-সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি আবুল কালাম আজাদ ও প্রধান বক্তা সব সময় প্রতিবন্ধী এই সংগঠনটির পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। পরে প্রতিবন্ধী শিশুরা অনুষ্ঠানে গান পরিবেশন করে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।