ব্রেকিং

x

আখাউড়ায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান মেলা

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ | ৫:২৯ অপরাহ্ণ

akhauranews.com

আজ মঙ্গলবার আখাউড়ায় ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা হয়েছে। ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই বিষয়টি সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আখাউড়া উপজেলা প্রশাসন আয়োজন করে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।


উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই মেলার শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।


মেলায় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রদর্শণী ছিল মেলার স্টলগুলোতে। শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগীতায়ও অংশগ্রহন করে।

উদ্বোধণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা মেলায় স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিকট থেকে প্রদশর্নী বিষয়ে অবহিত হন।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!