ব্রেকিং

x

আখাউড়ায় জমানো টাকা সরকারি কোষাগারে দিলেন পূজারি

বুধবার, ২০ মে ২০২০ | ৪:২৮ অপরাহ্ণ

আখাউড়ায় জমানো টাকা সরকারি কোষাগারে দিলেন পূজারি

আখাউড়ার শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণের পূজারি আশীষ মহারাজ সরকারি কোষাগারে নিজের সম্মানির টাকা জমা দিয়েছেন। আজ বুধবার দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার হাতে চার মাসের সম্মানির ১০ হাজার টাকা তুলে দেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উদযাপনের উদ্দেশ্যে আশীষ মহারাজ ওই টাকা জমিয়েছিলেন।


আশীষ মহারাজ জানান, সেবাশ্রম কমিটি প্রতিমাসে তাঁকে আড়াই হাজার টাকা করে সম্মানি দেন। গত ডিসেম্বর থেকে এর পুরোটাই তিনি জমাতে শুরু করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবেন বলে। কিন্তু করোনা পরিস্থিতিতে জন্মশতবার্ষিকি উদযাপন সম্ভব হচ্ছে না বিধায় তিনি সিদ্ধান্ত বদল করে মানবিক কাজে লাগানোর চিন্তা করেন। ইউএনওকে বিষয়টি অবগত করে টাকা দেয়ার জন্য তাঁর কার্যালয়ে আসেন।


ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, ‘লকডাউন পরিস্থিতিতে আটকে পড়ায় ভারতের এক পরিবারের তিনজন অবস্থান করছেন ওই আশ্রমে। তাঁদের খাওয়া-দাওয়া বিষয়ে সরকারিভাবে সাহায্যের কথা বললেও পূজারি সেটা নেননি। যতদূর জানি পূজারাই চলতে কষ্ট হয়। এই যখন পরিস্থিতি তখন এমন একটি উদ্যোগ নিসেন্দেহে আশা জাগানিয়া।’ ওই টাকাটা পূজারির সঙ্গে পরামর্শ করেই মানবিক খাতে ব্যয় করতে চান বলে তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!