ব্রেকিং

x

আখাউড়ায় জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮ | ৬:৫০ অপরাহ্ণ

আখাউড়ায় জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
আখাউড়ায় জন্মাষ্টমীতে শোভাযাত্রা

আখাউড়ায় জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা


03
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্মীয় উদ্দীপনা আর শোভাযাত্রার মধ্যদিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সকালে শোভাযাত্রার উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। শোভাযাত্রাটি পৌরশহরের রাধানগর রাধামাধব আখড়া থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, আখাউড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) আরীফ আমীন, রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি সুবল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, সহ-সভাপতি বিধান দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরালাল সাহা, সাবেক কৃষক লীগ নেতা দাণিজ খলিফা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য দীপক ঘোষ প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বি শোভাযাত্রায় অংশ নেয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!