আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে তিনি সম্পূর্ণ সুস্থ্য আছেন বলে দাবী করেছেন।
আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু জানায়, গত ২রা জুলাই স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে। আজ ৭ জুলাই মঙ্গলবার তার শরীরে করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
আরও পড়ুন: আখাউড়ায় ছাত্রলীগ সভাপতিসহ নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত
তিনি আরো জানান, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ শুনে অবাক হয়েছেন কারণ তার শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ্য আছেন। নমুনা দেয়ার আগেও তার শরীরে উপসর্গ ছিলনা। কয়েক দিনের মধ্যে পুনরায় নমুনা পরীক্ষা করবেন বলে তিনি জানান।
দলীয় নেতাকর্মীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com