গতকাল রোববার সন্ধ্যায় আখাউড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে তাদের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ইব্রাহীম ভূঁইয়া লিটনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দীন বেগ শাপলু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা আওয়ামিলীগের সভাপতি ড. এ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল, আমেরিকা ফ্লোরিডা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নেছার খলিফা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাখওয়াত হোসেন নয়ন, সহসভাপতি যুবরাজ শাহ রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহী, হান্নান মেম্বার, হেলাল চৌধুরী, ফোরকান ভূঁইয়া, জাকারিয়া রাফি, রনি ভূইয়া প্রমূখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com