আখাউড়ায় টনকী শিকারমুড়ার চৌধুরী আব্দুল হকের স্বরণে দরিদ্র মানুষদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ হয়েছে। প্রবাসী জিয়াউর রহমানের অর্থায়নে আজ বুধবার সকালে মনিয়ন্দ ইউনিয়নের টনকী শিকারমুড়া গ্রামে এই ঈদ সামগ্রী বিতরণ হয়। ঈদ সামগ্রী পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দরিদ্র উপকারভোগীরা।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, আখাউড়া পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, পৌরযুব লীগ নেতা জুয়েল রানা, মোক্তার হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন চৌধুরী, ফজলুল হক চৌধুরী, ওয়ালি চৌধুরী, জহর লাল চৌধুরী, জসিম চৌধুরী ও ইকবাল চৌধুরীসহ স্থানীয় নেতৃবন্দরা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com