আখাউড়ায় গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করতে মহিলা সমাবেশ হয়েছে।আজ মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে এই সমাবেশের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসার দ্বিপক চন্দ্র শীল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার, আখাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়া, মোগড়া ইউনিয়ন চেয়ারম্যান মো: মনির হোসেন প্রমুখ।
নতুন প্রজন্ম যাতে মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে নজর দেয়া ও মাদকের ভয়াবহতা থেকে সকলকে দূরে রাখাসহ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানানো হয় এই সমাবেশে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com