আখাউড়ায় গাড়িভর্তি মাদকসহ মোবারক মিয়া (৩০), আসাদ মিয়া (৩১) ও আবির মিয়া (১৯) নামে ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া আজমপুর রেলক্রসিং এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-মেট্রো-গ ২৩-৪৫১৪ নম্বরের একটি প্রাইভেটকার তল্লাশী করে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মোবারক ও আসাদকে গ্রেফতার করে পুলিশ। মাদকসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
এদিকে রাতে আখাউড়া মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিক্সা ভর্তি ৭০ লিটার চোলাই মদসহ আবিরকে গ্রেফতার করে পুলিশ। সিএনজি চালিত অটোরিক্সা ও মদ জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানায়, মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। আখাউড়া উপজেলাকে মাদকমুক্ত করতে এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com