আখাউড়ায় মো. হিরণ চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার সকালে আখাউড়া খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে ধানের জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে হিরণ চৌধুরীর বাড়ি। পেশায় তিনি অটোরিকশা চালক।
পরিবারেরর লোকজন জানান, হিরণ চৌধুরী রবিবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্থানীয় লোকজন খালাজুড়া-আনোয়ারপুর সড়কের পাশে ধানের জমিতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করে। অটোরিকশা ছিনিয়ে নিতে এই হত্যাকান্ড ঘটনো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com