আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গরুর খামারীদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট সংক্রান্ত খামারী দক্ষতা উন্নয়নে খামারের জৈব নিরাপত্তা ও গাভী পালন বিষয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলা পরিষদের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তার সহযোগিতায় তার হলরুমে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্ভোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। উক্ত প্রশিক্ষণে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ১৫জন খামারী অংশগ্রহণ করে।
উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকতা বলেছেন,গত অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে স্থানীয় টিকাদানকারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষন প্রাপ্তির পর তা কমিউনিতে জ্যামিতিক আকারে অভিজ্ঞতা ছড়িয়ে দিতে হবে।
পরে প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে একটি করে অত্যাধুনিক স্প্রে মেশিন প্রদান করা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com