আখাউড়ায় আজ সোমবার গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহামেদ নিজামী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম হেলাল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি যুবরাজ শাহ রাসেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পরিকল্পিত ’অপারেশন সার্চলাইট’ অনুযায়ী বাঙ্গালী নিধনে ইতিহাসের বর্বরতম হত্যাকান্ড চালিয়েছিল। এতো বড় গণহত্যা পৃথিবীর কোন দেশে হয়নি। সেই নিকৃষ্ঠ হত্যাকারীদের ধিক্কার জানায় বক্তারা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com