আখাউড়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ি খাবার অযোগ্য খেজুর ও সেমাই বিক্রয় করছে। আজ রোববার আখাউড়া পৌরসভার বড় বাজারে মেয়াদ উত্তীর্ণ খেজুর ও নিম্নমানের সেমাই রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ,কে,এম শরীফুল হক।
জানাগেছে, আজ রোববার সকাল ১০টায় আখাউড়া পৌরসভার বড়বাজার এলাকায় দুধের দোকান ও মুদি দোকানসমুহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মুদি দোকানের গোডাউন তল্লাশি করে মেয়াদোত্তীর্ণ ৪ বস্তা খেজুরসহ খাবার অযোগ্য সেমাই উদ্ধার হয়। পরে খাবার অযোগ্য খেজুর ও সেমাই রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করে। এসময় আখাউড়া থানা পুলিশসহ উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে,এম শরীফুল হক বলেছেন, পুরো রমজান মাস ভোক্তার অধিকার সংরক্ষেণে আখাউড়া উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com