আজ শনিবার সকালে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ’ক্যারিয়ার বিষয়ক সেমিনার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সনাকের সভাপতি বদরুল হুদা জেনু, আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা প্রমুখ।
সেমিনারে বক্তরা সুশিক্ষা গ্রহনের পর ক্যারিয়ার গঠন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে কুইজ প্রতিযোগী বিভিন্ন কলেজ ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলেন অতিথিবৃন্দ। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অতিথিরাসহ স্থানীয় লোকজন এই সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক ইউসুফ সারোয়ার।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com