আজ রোববার বিকালে আখাউড়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেছেন, আখাউড়া উপজেলায় কোচিং বানিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, আখাউড়ায় কোচিং বানিজ্য বন্ধ করতে শিক্ষকদের অনেক বার সর্তক করা হয়েছে। নির্দেশ দেয়া হয়েছে। যারা নির্দেশ অমান্য করে এখনো কোচিং বানিজ্য করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সময় এসেছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, দেবগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান, নাছরীননবী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল বনিক, প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রী মৌসুমী আক্তার, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com