আজ সোমবার আখাউড়ায় কৃষি উদ্যোক্তাদের মৌ-বক্স সরবরাহ শুরু হয়েছে। দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান উপস্থিত থেকে মুসা মিয়া নামে এক উদ্যোক্তার হাতে মৌ-বক্স তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জুয়েল রানা, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা জুয়েল রানা জানায়, উপজেলায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে আখাউড়ায় ৪টি মৌ বক্স বরাদ্ধ হয়েছে। এর মধ্যে আজ দুপুরে ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামের উদ্যোক্তা মুসা মিয়াকে একটি মৌ বক্স প্রদান করা হল। পর্যায়ক্রমে বাকী মৌ-বক্স দেয়া হবে উদ্যোক্তাদের মধ্যে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com